৪০ হাজার সেনা কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

SHARE

usa armyব্যয় কমানোর জন্য আগামী দুই বছরে ৪০ হাজার সৈন্য কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এ পদক্ষেপে দেশটির সেনাবাহিনী থেকে আরো ১৭ হাজার বেসামরিক কর্মীকে ছাঁটাই করা হবে। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালের শেষে যুক্তরাষ্ট্রের সৈন্য কমে সাড়ে চার লাখের মতো হবে। ২০১২ সালে এ সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ ৭০ হাজার।

আগামী অক্টোবরে বাজেট হ্রাস কার্যকর হলে সেনাবাহিনীকে আরো ৩০ হাজার সৈন্য কমাতে হবে বলে জানিয়েছে ইউএসএ টুডে।