বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

SHARE

bd sa6দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং ব্যর্থতায় ঘরের মাঠে সিরিজ হেরেছে বাংলাদেশ। এটা এখন অতীত। ১০ তারিখ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য মাশরাফিকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, রনি তালুকদার ও মুমিনুল হক।

১০ জুলাই প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এরপর একই মাঠে ১২ জুলাই দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১৫ জুলাই চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, নাসির হোসেন, রুবেল হোসেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, আরাফাত সানি, এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ।