তিন বিদেশি ফুটবলারের নাগরিকত্ব প্রদান স্থগিত

SHARE

footbolarপ্রবল সমালোচনার মুখে বন্ধ হয়ে গেল তিন বিদেশি ফুটবলারের বাংলাদেশ জাতীয় দলে খেলার সম্ভবনা। কিন্তু কেন?

এ প্রশ্নের জবাবে মঙ্গলবার বাফুফে  সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, আসলে তিন বিদেশি ফুটবলারের খেলার বিষয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। আমরা তো ফুটবলের উন্নয়নই চাচ্ছি।

এখন যদি বিষয়টি সকলে নেতিবাচক মনে করে তাহলে ভেবে দেখা উচিত। তাই বাফুফে সভাপতির নির্দেশে আপাতত জাতীয় দলের জন্য তিন বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দেয়ার বিষয়টি স্থগিত করা হলো।

তবে পরের সপ্তাহে (১৪ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে। সেদিনই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।