মার্কিন স্কুলে ফের বন্দুকবাজ

SHARE

ফের বন্দুকবাজ হামলা আমেরিকার স্কুল চত্বরে। ঘটনায় মৃত্যু হলো এক ছাত্রের। তিন সপ্তাহের মধ্যে এটা তৃতীয় ঘটনা।image_86017_0

ক্লাস চলছিল অরেগনের পোর্টল্যান্ডের রেনল্ডস হাইস্কুলে।  সকাল আটটা নাগাদ এই ঘটনা ঘটে। আচমকাই ঢুকে পড়ে এক বন্দুকবাজ। লকার রুমে তখন  ১৪ বছরের এমিলিও হফম্যান কোনো একটা কাজে ঢুকেছিল। তার ওপরই প্রথম হামলা হয়। গুলির আঘাতে মৃত্যু হয় এমিলিওর। স্কুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র-ছাত্রীদের তখন এক একটি ক্লাস রুমে ঢুকিয়ে দরজা বন্ধ রাখার নির্দেশ দিতে শুরু করেন শিক্ষক-শিক্ষিকারা।

এই ঘটনার কিছুক্ষণ পরে স্কুলেরই এক শৌচাগার থেকে উদ্ধার করা হয় বন্দুকবাজের দেহ। পুলিশের ধারণা, নিজের বন্দুক থেকে গুলি চালিয়েই আত্মঘাতী হয়েছে সে। নিহত বন্দুকবাজের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে একটি সূত্রের খবর, ওই কিশোর রেনল্ডস হাইস্কুলেরই প্রাক্তন ছাত্র।

বারবার স্কুলে এই ধরনের ঘটনায় রীতিমত উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। এদিনের ঘটনার পরে ফের দেশের অস্ত্র আইন পাল্টানোর জোর দাবি উঠেছে। উদ্বিগ্ন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। দেশের অস্ত্র আইন বদলানোর পক্ষে আজ ফের সওয়াল করেন তিনি।- ওয়েবসাইট।