রাষ্ট্রপতি আজ বলিভিয়া ও আমেরিকা সফরে যাচ্ছেন

SHARE

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলিভিয়া ও আমেরিকায় ১০ দিনের সরকারি সফরে বৃহস্পতিবা ঢাকা ত্যাগ করছেন।image_86007_0

সকাল ১০টা ১৫ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আগামী ১৪ ও ১৫ জুন বলিভিয়ার সান্তাক্রুজ ডি লা সিয়েরায় অনুষ্ঠিতব্য ‘কমেমোরেটিভ সামিট অব জি-৭৭ এন্ড চায়না’য় যোগ দেবেন।

রাষ্ট্রপতি ১৩ জুন বলিভিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র সান্তাক্রুজে যাবেন এবং পরদিন জি-৭৭-এর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৫ জুন সম্মেলনে জি-৭৭-এর অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর ভাষণ দেবেন। এ সম্মেলনে যোগদান শেষে রাষ্ট্রপতি ১৬ জুন নিউইয়র্কের উদ্দেশে বলিভিয়া ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সচিবালয় পরিদর্শন এবং ১৯ জুন জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া রাষ্ট্রপতি হামিদ ১৭ জুন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় যোগ দেবেন। আগামী ২২ জুন সন্ধ্যায় দেশে তিনি ফিরবেন। সূত্র: বাসস