২ বছর বয়সের পর বাড়েনি ১৯ বছরের আজিফা

SHARE
প্akiরথম দেখায় মন হয় এখন তার শৈশব, ছোট্ট বালিকা। কিন্তু তার প্রকৃত বয়স ১৯ বছর। আজিফা খাতুন। ভারতের পশ্চিম বঙ্গের মিরাপাড়ার মেয়ে। ‘অদ্ভুত’ এক রোগে আক্রান্ত সে।
আজিফার মা অপিলা(৪২) বেগম জানান, দুই বছর বয়স পর্যন্ত আজিফা স্বাভাবিকভাবেই বড় হচ্ছিল। এরপর এক ‘অজানা’ কারণে আর বড় হয়নি।
আজিফা ১৯৯৪ সালে জন্মগ্রহণ করে। জন্মের সময় আজিফার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলেও জানান অপিলা বেগম।
ডাক্তারা বলছেন, আজিফার শরীর বৃদ্ধিকে ত্বরান্বিত করা সম্ভব, তবে সেক্ষেত্রে তার ক্যানসারের ঝুঁকি রয়েছে।
বিজ্ঞানীরা ধারণা করছেন, আজিফার শরীরে ‘ল্যারন সিনড্রোম’ নামক এক প্রকার বিরল জেনেটিক সমস্যা দেখা দিয়েছে। সারা পৃথিবীতে মাত্র ৩০০ জন মানুষ এই রোগে আক্রান্ত।
আজিফার ছোট বোন রিনির বয়স ১৭, রাবেয়ার ১৪ এবং ভাই দানিশ ৮ বছরে পা দিয়েছে। এদের পাশে দাঁড়ালে আজিফাকে শিশু বলেই মনে হয়।
এদিকে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় সমস্যার পাশাপাশি, প্রভাব পড়েছে আজিফার বাকশক্তিতেও। সে শুধু মাত্র মা, বাবা এবং দিদি ছাড়া অন্য কোনো শব্দ উচ্চারণ করতে পারে না।