
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে সেনবাগের দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার দলীয় মন্ত্রী-এমপিরা বলে বেড়াচ্ছেন বিএনপি নাকে খত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করতে হবে। কিন্তু বিএনপি কখনও শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে যাবে না। আগামী তিনমাসের মধ্যে র্নিদলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন, “বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চায়। উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হলে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে।”
সেনবাগ পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতের নেতা মাওলানা আবদুল মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক বাবুল, পৌর জামায়াতের আমির মাওলানা মো. হানিফ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবু ইউছুপ মজুমদার, কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোক্তার হোসেন ইকবাল, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উল্ল্যা চেয়ারম্যান, সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ প্রমুখ