বার্নিকাটের অভিনন্দন

SHARE

barnicatনিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বার্নিকাট। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকার অনুবিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন।

গত ফেব্রুয়ারিতে ঢাকায় যোগদানের  পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটা তার আনুষ্ঠানিক দ্বিতীয় বৈঠক। গত চার মাসে মন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তার সাক্ষাৎ হলে আনুষ্ঠানিক বৈঠক হয়নি।