মির্জা ফখরুলের জামিন বহাল

SHARE

fakrulনাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এহসানুর রহমান।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার মির্জা ফখরুলের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

গত ২২ জুন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

ওই দিন সকালে মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা এ তিন মামলায় গত ১৮ জুন জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে জামিন দেন।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে এসব মামলা দায়ের করা হয়।