গত তিন দিনের টানা বর্ষণে প্রায় থমকে গেছে সাধারণ মানুষের জীবন যাত্রা। বিশেষ করে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের ভোগান্তি চরমে ।
অবিরাম বর্ষণে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে দখলকৃত খাল পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শুক্রবার সকালে জলাবদ্ধ মিরপুরের বিভিন্ন স্থান পরিদর্শন করে তিনি এ ঘোষণা দেন।
স্থলসীমায় লঘু চাপের কারণে সমুদ্র বন্দর গুলোকে তিন নম্বর সর্তক সংকেত দিয়েছে আবহাওয়া আফিস।
কখনো রিমঝিম, কখনো গুড়িগুড়ি, আবার কখনো বা ঝিড়িঝিড়ি। এভাবেই অবিরাম বর্ষণ ছলছে সারাদেশে।
এলোমেলো করে দিয়েছে মানুষেল স্বাভাবিক জীবন যাত্রা। টানা বর্ষণে জলাবন্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। মিরপুরের রুপনগর আবাসিক এলাকায় তলিয়ে গেছে রাস্তা, মসজিদ এমনকি থাকার ঘরেও হাঁটু পানি। তাই ভোগান্তি যেন নিত্য সঙ্গী এদের।
এরচেয়েও বেশী সমস্যায় পরেছেন ছিন্নমূল মানুষ, যাদের দিন রাত্রি, রোদ বৃষ্টি সবই এক। রোধ উঠলে শুকায় আবার বর্ষায় কোনোমতে একটু পলিথিন দিয়ে বাঁচার চেষ্টা করে।
রাজধানীর জলাবদ্ধতা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মেয়র আনিসুল হক। শুক্রবার সকালে মিরপুরের রুপনগর ও আশ-পাশের জলাবদ্ধ বিভিন্নস্থান পরিদর্শন করেন।
পরে তিনি জানান, আগমী বর্ষা মৌসুমের আগেই অবৈধ দখলকৃত খাল উদ্ধার করে জলবদ্ধতা নিরসন করা হবে।
সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে, আর এটাই এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত।
স্থলসীমায় লঘুচাপ বিরাজ করায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সর্তক সঙ্কেতের পাশাপশি শনিবার সারাদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।