মিক্সড অ্যালবামের কাজ করছি : মোহাম্মদ ইসতিয়াক হোসাইন রনি

SHARE

আমাদের সঙ্গীতাঙ্গনের তরুন মিউজিসিয়ান ও সঙ্গীত পরিচালক মোহাম্মদ ইসতিয়াক হোসাইন রনি । সঙ্গীত পরিচালনায় নবীন হলেও ড্রামার হিসাবে সঙ্গীতাঙ্গনে তাকে কম বেশী সবাই চিনে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের লাইভ প্রোগ্রামে নিয়মিত অক্টোপ্যাড বাজানোর কারনে তার ভক্ত রয়েছে অগনিত। সঙ্গীত নিয়ে কথা হলো তার সঙ্গে। ২৪আওয়ার অনলাইন থেকে তার সঙ্গে কথা বলেছেন মোঃ ওমর ফারুক।

প্রশ্ন : আপনার বর্তমান ব্যাস্ততা সম্পর্কে বলুন।Rony

রনি : একটা মিক্সড অ্যালবামের কাজ করছি। সব গুলো গানের সুর-সঙ্গীতের কাজ নিজেই

করছি। আরেকবার গানগুলো যাচাই-বাছাই করবো। আমার পরিচালনায় প্রথম অ্যালবাম বলেই

শ্রোতাদের প্রত্যাশা অনেক বেশি থাকবে। তাই তাদের কথা মাথায় রেখে কাজ করতে হচ্ছে। আর

ফিল্মের গানের কাজতো নিয়মিত চলছে। পাশাপাশি স্টেজ শো-ও করছি। ব্যাস্ততা মোটামুটি

এসব নিয়েই।

প্রশ্ন : মিক্সড অ্যালবামে কারা গান গাইবে?

রনি: অ্যালবামটি নতুন এবং পুরাতনদের সমন্বয়ে করার চিন্তা করছি। তারপরও দেখছি কার কন্ঠে কোন গানটা ভালো লাগবে।

প্রশ্ন : পাইরেসির কারণে এখন অনেক শিল্পীই অনলাইনে গান বিক্রির চিন্তা করছেন। অনলাইন

থেকে শিল্পীরা কি ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন?

রনি : নাহ, পাচ্ছেন না। কারণ, এখানে অনেক মধ্যসত্ত্বভোগী আছে। এক্ষেত্রে শিল্পীর সঙ্গে সরাসরি লেনদেন হওয়া উচিত ওই অনলাইন পোর্টালের। কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ওই পোর্টালের সরাসরি লেনদেন হতে পারে। তাহলে শিল্পী হয়তো কিছুটা টাকা পেতেন।

প্রশ্ন: সঙ্গীতাঙ্গনে যারা নতুন তাদের সম্পর্কে কিছু বলুন।

রনি: তাদের সম্পর্কে আমার একটাই কথা, সু ̄র-সঙ্গীত চর্চা করুন এবং বাংলাদেশের কৃষ্টি কালচার ভবিষ্যত প্রজন্মের মাঝে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।