টেকনাফে পাহাড়ের পাশ থেকে সরানো হলো ১২০ পরিবারকে

SHARE
pahar dhosকক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে অতি ঝুঁকিতে বসবাসকারী ১২০ পরিবারকে সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে তাদের সরিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল জানান, এক অভিযানে পাহাড়ের পাদদেশে অতি ঝুঁকিতে বসবাসকারী ১২০ পরিবারকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা এড়াতে আরও দু’শতাধিক পরিবারকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
সরিয়ে দেওয়া পরিবারগুলোকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা নেয়া হলেও তারা নিজ নিজ আত্মীয়-স্বজনদের বাড়িতে চলে গেছে বলেও জানান তিনি।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানায়, গত পাঁচ দিনের ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় পৌরসভার ফকিরামুরা এলাকায় উপজেলা প্রশাসন, বনবিভাগ এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার রাত ৯টা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে সতর্ক ও সরে যেতে বলা হয়। এরপর পাহাড়ে বড় ধরনের দুঘর্টনা এড়াতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ফকিরামুরা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, পৌর মেয়র হাজী মো. ইসলাম, জেলা দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম, থানা পুলিশ এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সিপিপি স্বেচ্ছাসেবক দল অভিযানে অংশগ্রহণ করেন।