বান্দরবানে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

SHARE

pahar dhosশহরের বনরূপা পাড়ায় পাহারের মাটি ধসে ঘুমন্ত দুই শিশু মারা গেছে। মাটির নিচে চাপা পড়ে আহত হয়েছেন শিশুদের মা ও বাবা। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে ওই ধসের ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো আলীফ হোসেন (১১) ও মীম (৮)। তাদের বাবার নাম আব্দুর রাজ্জাক ও মা আয়েশা বেগম। আলীফ ও মীম স্থানীয় আলফারুক ইনস্টিটিউটে চতুর্থ ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থ ছিল।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশন জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বনরূপা পাড়ার পশ্চিম পাশে আব্দুর রাজ্জাকের বাঁশের বেড়ার বাসায় পাহারের মাটি ধসে পড়ে। প্রবল বৃষ্টির মধ্যেই এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে মাটি সরিয়ে দুই শিশুকে মৃত এবং মা ও বাবাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস আরো জানায়, আব্দুর রাজ্জাকের ঘরটি পাহাড়ের পাদদেশ কেটে নির্মাণ করা হয়েছে। পাহাড় ঘেঁষে বাড়ির যে অংশটি তৈরি, সেখানে ঘুমাচ্ছিল শিশুরা। মা ও বাবা বাইরের অংশে ঘুমাচ্ছিলেন।

বান্দরবান সদর থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) দেলোয়ার হোসেন পাহাড়ধস ও শিশুমৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।