পদ্মায় আটকা ফেরি ২৪ ঘণ্টা পর উদ্ধার

SHARE
feriদৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকা পদ্মার চর থেকে ২৪ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে উদ্ধার করা হয়। এর আগে তীব্র স্রােতে বৃহস্পতিবার সকাল ৬টায় ফেরিটি আটকা পড়ে।
দীর্ঘ সময় ফেরিটি মাঝ নদীতে আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম সমকালকে জানান, স্রােতের তোড়ে চরে উঠে যাওয়া ফেরিটি আইটি জাহাজ দিয়ে ২৪ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে উদ্ধার করা হয়েছে।
ফেরি চন্দ্রমল্লিকার মাস্টার মো. মাইনদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দুটি ট্রাক ও ছয়টি মাইক্রোবাস নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে কিছু দূর যাওয়ার পর সামনে একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলার চলে আসে। ওই ট্রলারটিকে সাইড দিতে গিয়ে তীব্র স্রােতের তোড়ে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চরে গিয়ে আটকা পড়ে। ট্রলারটির সঙ্গে সংঘর্ষ এড়াতে না পারলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত।
আইন-কানুন না মেনে এভাবে ট্রলার চলাচল করায় স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।