সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

SHARE
sapaharনওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই সীমান্তের ২৩২ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একজন।
নিহত ব্যক্তির নাম জহুরুল ইসলাম (৪০)। তিনি পোরশা উপজেলার দোয়ারপাল গ্রামের আব্দুল লতিফের ছেলে। আহত ব্যক্তির নাম বকুল হোসেন (২২)। দোয়ারপাল গ্রামের মফিজ উদ্দিন তার বাবা। জহুরুল ও বকুল গরু ব্যবসায় যুক্ত।
স্থানীয়রা জানান, বুধবার রাতে হাপানিয়া সীমান্ত দিয়ে জহুরুলসহ ৫/৬ জনের একটি দল গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। বৃহস্পতিবার ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের ৩১ বিএসএফের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জহুরুল ও বকুল গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জহুরুলের মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ ১৪-এর হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।