সৈয়দ আশরাফের সমালোচনায় রফিকুল ইসলাম

SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি ৭৫’র মতো হওয়ার আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।image_94915_0

তিনি বলেন, ‘যেকোনো প্রকার হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত। ১৫ আগস্টের ঘটনা কখনোই কারো কাম্য হতে পারে না। দেশের একটি বৃহত্তর দলের দায়িত্বপ্রাপ্ত নেতার এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি।’

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত রক্তদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

দেশে চলমান গুম-খুন প্রসঙ্গে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘একমাত্র গণতান্ত্রিক সরকার ছাড়া সারা দেশে অব্যাহত গুম-খুন বন্ধ করা যাবে না।’

২০১৪-১৫ এর বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, তিনি একটা বিরাট বাজেট দিয়েছেন। বাজেট সফল করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণও চেয়েছেন। আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উদ্দেশে বলতে চাই, সফলতা তখনই আসবে যখন সব রাজনৈতক দল স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।’

অনতিবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।

সংগঠনের সভাপতি আবু নসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- সহ সভাপতি ইশতিয়াক আহাম্মেদ বাবুল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।