আল্লাহ ও হাসিনা ছাড়া কেউ নামাতে পারবে না : মায়া

SHARE
Maya_aligদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, একমাত্র আল্লাহ ও শেখ হাসিনা ছাড়া কেউ আমাকে নামাতে পারবে না। অথবা আমি যদি নিজে না নামি।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জে ৭ খুনে নিজের পরিবারের কেউ জড়িত নয় দাবি করে বিবৃতি দেয়ায় সমালোচনার মুখে পড়েন মায়া।

মায়া বলেন, আমাকে নিয়ে অনেকে টানা-হ্যাঁচড়া করছেন। আমি তাদেরকে দেখেছি, কিন্তু কিছুই বলিনি। এই টানা-হ্যাঁচড়া করে লাভ হবে না। আমাকে নামানোর ক্ষমতা কারো নাই। একমাত্র আল্লাহ ও শেখ হাসিনা ছাড়া কেউ আমাকে নামাতে পারবে না। অথবা আমি যদি নিজে না নামি।

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে হত্যার ঘটনায় গত ৭ মে র‌্যাব-১১’র সাবেক কমান্ডার ও মন্ত্রীর জামাতা তারেক সাঈদ মোহাম্মদসহ তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দুদিনের মাথায় এ বিষয়ে এক বিবৃতি দেন মায়া।

আলোচিত ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত কারো সঙ্গে তার পরিবারের কোনো সদস্যের সংশ্লিষ্টতা ছিল না বলে তিনি দাবি করেছিলেন। তদন্ত চলাকালে এ ধরনের বিবৃতি দেয়ায় বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, মন্ত্রিসভা থেকে মায়ার পদত্যাগ দাবি করেন অনেকে।

উচ্চ আদালতের নির্দেশে ওই হত্যাকাণ্ডে তারেক সাঈদসহ র‌্যাবের তিন কর্মকর্তা গ্রেপ্তার হন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, হাজী সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।