আমেরিকা পাড়ি দিচ্ছেন মোদি

SHARE
modi_obamaসব জল্পনা-কল্পনার অবসান আর বরফ গলিয়ে এবার আমেরিকা পাড়ি দিচ্ছেন ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সেপ্টেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি।

জাতিসংঘের সাধারণ সভায় অংশ নেবেন তিনি। এর সঙ্গে সমাপ্ত হতে চলেছে বিশ্বের দুই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তির মন কষাকষি।

দেশটির সরকারি সূত্রে জানা গেছে, নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউস আমন্ত্রণ জানিয়েছিল ৩০ সেপ্টেম্বর আমেরিকা আসার জন্য। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মোদি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তিনি বৈঠক করতে পারেন।

সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর ওবামার সঙ্গে বৈঠক করতে চান ভারতের প্রধানমন্ত্রী। অন্যদিকে মার্কিন প্রশাসনের তরফে ৩০ সেপ্টেম্বও বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে।

অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি দেবযানী খোবড়াগাড়ের বিষয়টিও উঠতে পারে আলোচনায়।

গুজরাত হিংসার জেরে মোদির ভিসা বাতিল করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তিক্ততার সেই সম্পর্কে কিছুটা প্রলেপ লাগে গত ফেব্রুয়ারি মাসে। নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ভারতে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল।

এরপরই মোদির ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দেয় ওয়াশিংটন। বিপুল ভোটে জিতে এখন ক্ষমতায় নরেন্দ্র মোদি। সম্ভবত সেই পথে হেঁটেই সখ্যতার দরজাটা খুলে দিল ওবামা প্রশাসন।