প্রাকৃতিক সম্পদের কারণে বাংলাদেশ অনেক দিক থেকে সমৃদ্ধ। তাই এদেশের মানুষ অনেক ভাগ্যবান। আবার কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ এদেশের মানুষের জীবনে বিপর্যয়ও ডেকে আনে।
বুধবার সকালে গাইবান্ধার ফুলছড়িতে স্কুল খাদ্য প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
তিনি বলেন, স্কুল খাদ্য প্রকল্পের কারণে দরিদ্র পরিবারের সন্তানরা স্কুলমুখি হবে। এসময় বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি ক্রিস্টা রাডার, যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের মিনিস্টার কাউন্সিলর স্কট সিলিন্ডার ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত গাইবান্ধার কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতিসংঘের খাদ্য কর্মসূচির আওতায় স্কুল খাদ্য প্রকল্প পরিদর্শন করেন এবং নিজহাতে শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করেন।