ফতুল্লা টেস্টে বৃষ্টির বাগড়া

SHARE

ফতুল্লায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টে বৃষ্টি বাগড়া দিয়েছে। ফলে এই মুহূর্তে খেলা বন্ধ আছে। জুন মাসে এর আগে বাংলাদেশে কখনোই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

বৃষ্টির আগে পর্যন্ত টস জিতে ব্যাট করতে নামা ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১০৭ রান। ব্যাট করছেন শিখর ধাওয়ান (৭৪) ও মুরলি বিজয় (৩৩)।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শিখর ধাওয়ান। দলের ৩৫ রানের মধ্যে এই ওপেনার একাই করেন ৩৪ রান, বাকি ১ রান আসে অপর ওপেনার মুরলি বিজয়ের ব্যাট থেকে।

ইনিংসের ১৪তম ওভারে শুভাগত হোমের বলে চার মেরে ফিফটি তুলে নেন ধাওয়ান। ৪৭ বলে ফিফটি পূরণ করেন এই বাঁহাতি। এটা ধাওয়ানের তৃতীয় টেস্ট ফিফটি। এরপর ব্যক্তিগত ৭৩ রানে একবার জীবন ফিরে পান ধাওয়ান। তাইজুল ইসলামের বলে শর্ট মিডউইকেটে ধাওয়ানের ক্যাচ ফেলে শুভাগত। অবশ্য ক্যাচটি বেশ কঠিন ছিল। ডানদিকে ঝাঁপিয়ে পড়েও বলটি তালুবন্দি করতে পারেননি শুভাগত।

বাংলাদেশের ৭৭তম ক্রিকেটার হিসেবে আজ টেস্ট অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের। বাংলাদেশ একাদশে নেই পেসার রুবেল হোসেন। একমাত্র পেসার হিসেবে খেলছেন মোহাম্মদ শহীদ। সাকিব আল হাসানসহ মোট চারজন স্পিনার নিয়ে খেলছে স্বাগতিকরা।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন ও মোহাম্মদ শহীদ।

ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ যাদব, বরুণ অ্যারন ও ইশান্ত  শর্মা।