আসছে ডয়চে ভেলের ইংরেজি টিভি চ্যানেল

SHARE

dwজার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে এবারে চালু করতে যাচ্ছে ২৪ ঘণ্টার ইংরেজি টিভি চ্যানেল। আগামী ২২ থেকে ২৪ জুন ডয়চে ভেলের আয়োজনে জার্মানির বনে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরাম ২০১৫ অনুষ্ঠানের প্রথম দিনেই উদ্বোধন করা হবে এই টিভি চ্যানেলটি।

সংবাদ এবং তথ্যভিত্তিক এই টিভি চ্যানেলে প্রতি ঘণ্টার আপডেট, খবর ছাড়াও থাকবে নানা বিষয়ে ম্যাগাজিন অনুষ্ঠান এবং ডক্যুমেন্টারি। ইংরেজি ছাড়াও জার্মানি, স্প্যানিশ এবং আরবী ভাষাতেও এই টিভি চ্যানেলের কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে ডয়চে ভেলে।

ডয়চে ভেলের বার্ষিক এই গ্লোবাল মিডিয়া ফোরাম অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দ্য ববস (বেস্ট অব অনলাইন অ্যাক্টিভিজম) প্রতিযোগিতার বিজয়ীদেরও আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। এবারের দ্য ববস প্রতিযোগিতায় সামাজিক পরিবর্তন বিভাগে বিচারকদের রায়ে বিজয়ী হয়েছে বাংলাদেশের মুক্তমনা ব্লগ।