সিলেটে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ সদস্য আহত হয়েছেন। তাদেরকে জালালবাদ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় ট্রাক ও বিজিবির পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিজিবি-৫ ব্যাটালিয়নের তামাবিল ক্যাম্পের সৈনিক আরিফ আহমদ, শফিকুল ইসলাম, জসিমুল ইসলাম ও সঞ্জয়। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি তামাবিল ক্যাম্পের কমান্ডার হাবিলদার ইকবাল।
তিনি জানান, সোমবার দুপুরে তামাবিল ক্যাম্প থেকে সিলেট যাচ্ছিল বিজিবি সদস্যদের বহনকারী একটি পিকআপভ্যান। জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বাজারে যাওয়া মাত্র সিলেট থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ১০ বিজিবি সদস্য আহত হন। পরে তাদেরকে সিলেট জালালবাদ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি বিজিবির কাছে রয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।