প্রাথমিক শিক্ষার উন্নয়নে ১২ কোটি ডলার দেবে এডিবি

SHARE
adbপ্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ সরকারকে ১২ কোটি ডলার ঋণ দেবে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ঋণসংক্রান্ত এ চুক্তি সই হয়।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে  অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবির পক্ষে প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকু হিগুচি সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার ও এডিবির উর্ধ্বতন কর্মকর্তারা।
দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি  শীর্ষক কর্মসূচির আওতায় এ ঋণচুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, এ ঋণ পাঁচ বছর রেয়াতি মেয়াদসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার দুই শতাংশ।
এ কর্মসূচির মাধ্যমে প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীর জন্য কার্যকর, যথাযথ ও  শিশুবান্ধব শিক্ষা নিশ্চিত উপযোগী ব্যবস্থা নেয়া হবে।
এ কর্মসূচিতে অর্থ সহায়তা দেবে এডিবি ছাড়াও আরো নয়টি উন্নয়ন সহযোগী সংস্থা।