রাজধানীর বনানী থেকে ইসলামিক স্টেট এর সদস্য সন্দেহে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকের নাম মুনতাসির আল সাকের। তাকে বনানীর ডিওএইচ এলাকা থেকে রবিবার রাতে আটক করা হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, আটক মুনতাসিরের বাসা থেকে তিনটি ল্যাপটপ, একটি কম্পিউটারের সিপিউ, তিনটি মোবাইল সেট, দু’টি হার্ডডিস্ক ও একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে ২১টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
কৃষ্ণ পদ রায় বলেন, মুনতাসির আল সাকের বাংলাদেশের আইএসআই প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি ইন্টারনেটের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মী সংগ্রহ করে নিজের বাসায় প্রশিক্ষণ দিতেন।
কৃষ্ণ বলেন, আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে জ্ঞিাসাবাদ করলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।