সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভাইরাস থেকে নিরাপত্তা নিশ্চিত করতে অ্যান্টিভাইরাস ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার।
সম্প্রতি মার্কেটিং অ্যান্ড সেলস কানেকশন নামে একটি প্রতিষ্ঠান থেকে মন্ত্রিপরিষদ বিভাগে (কেবিনেট ডিভিশন) আগামী ২০১৪-১৬ মেয়াদের জন্য দুইশটি অ্যান্টিভাইরাসের লাইসেন্স ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার।
জানা গেছে, প্রতিযোগিতামূলক টেন্ডারে অংশগ্রহণ করে বিটডিফেন্ডার ব্র্যান্ডের অ্যান্টিভাইরাস সরবরাহের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
মার্কেটিং অ্যান্ড সেলস কানেকশন সূত্রে জানা গেছে, ইতোপূর্বে তাদেরই একটি সহযোগী প্রতিষ্ঠান এই মন্ত্রণালয়ের গত তিন বছরের ভাইরাস প্রতিরোধের কাজ সফলভাবে সম্পন্ন করে আসছে।