শেখ হাসিনার শেষ মেয়াদে শুল্কমুক্ত সুবিধায় দ্বাদশ সংসদের এমপিদের আমদানি করা ৩০টি বিলাসবহুল গাড়ি আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন যানবাহন অধিদপ্তরের পরিবহন পুলে হস্তান্তর করা হচ্ছে। শুল্ক-কর ছাড়াই গাড়িগুলো দেয়া হলেও ভবিষ্যৎ জটিলতা এড়াতে শর্ত যুক্ত করা হয়েছে।
নিলামে প্রত্যাশিত দর না ওঠায় গত সেপ্টেম্বরে দ্বাদশ সংসদের ৩১ জন সংসদ সদস্যের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৩১টি বিলাসবহুল গাড়ি পরিবহন পুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর আগে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ি এভাবে সরকারের কাছে নেওয়ার কোনো নজির না থাকায় বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। পরে যানবাহন অধিদপ্তর, কাস্টমস ও বিআরটিএর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
সবশেষ গত ১২ নভেম্বর প্রায় ২৭০ কোটি টাকা মূল্যের গাড়িগুলো শর্তসাপেক্ষে পরিবহন পুলে দেয়ার বিশেষ আদেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর। আদেশ অনুযায়ী, ভবিষ্যতে আমদানিকারক অর্থাৎ সাবেক এমপিরা চাইলে নির্ধারিত শুল্ক-কর পরিশোধ করে গাড়িগুলো ফেরত নিতে পারবেন।
এরইমধ্যে যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরে সংরক্ষিত গাড়িগুলো পরিদর্শন করেছেন। সব প্রক্রিয়া শেষে ৩০টি গাড়ি হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরিফ আল আমিন বলেন, ‘এরইমধ্যে গাড়ি খালাসকরণের জন্য সব প্রক্রিয়া সুসম্পন্ন করা হয়েছে। জনপ্রশাসন ও পরিবহন পুলের কর্তাব্যক্তি যারা আছেন তারা এরইমধ্যে গাড়িগুলো বুঝে নেয়ার জন্য এসেছেন।’
গাড়ি আমদানিকারকদের মতে, উচ্চ মূল্য ও প্রক্রিয়াগত জটিলতার কারণে এসব গাড়ি নিলামে বিক্রি করা কঠিন হতো। বন্দরের শেডে ফেলে রেখে নষ্ট হওয়ার ঝুঁকির চেয়ে পরিবহন পুলে দেয়াই ছিল বাস্তবসম্মত সিদ্ধান্ত। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানির আইন সংশোধনের দাবি জানিয়েছে বারভিডা।
বারভিডার সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘আপনি এমপিদের জন্য গাড়িই দেন তাহলে ৩ হাজার সিসি পেট্রোল কেন করবেন আপনি? অন্তত সাড়ে ৩ হাজার সিসি পেট্রোল করতে হবে। একটা স্ল্যাট ভাগ করে দিতে হবে যাতে যেকোনো জায়গা থেকে গাড়ি নামতে পারে।’
সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধা চালু হয় এরশাদ সরকারের আমলে। দ্বাদশ সংসদের পর এ সুবিধায় ৫১টি গাড়ি আমদানি করা হলেও সংসদ বিলুপ্তির পর বেশিরভাগ গাড়ি খালাস হয়নি। এর অধিকাংশই টয়োটা ল্যান্ড ক্রুজার।




