৬১ বছর পূর্তি উদযাপনে বিটিভির নানা আয়োজন

SHARE

প্রতিষ্ঠার ৬১ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিটিভির পর্দায় থাকছে নানা আয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি বলেছে- বর্ষপূর্তিতে রয়েছে বিশেষ অনুষ্ঠান, বিটিভির দীর্ঘ পথচলার ইতিহাসভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘ডিআইটি থেকে রামপুরা’। পাশাপাশি বিটিভির আর্কাইভ থেকে প্রচারিত হবে জনপ্রিয় শিল্পীদের গাওয়া গান নিয়ে অনুষ্ঠান ও নাটক। এ ছাড়া বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে বিভিন্ন অনুষ্ঠান।

বিটিভি প্রাঙ্গণ ও স্টুডিও থেকে থাকছে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান। বিটিভির নিজস্ব শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও বিটিভির কর্মকর্তা-কর্মচারীরা তাতে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে অতিথিরা বিটিভি নিয়ে স্মৃতিচারণ করবেন।

বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ টেলিভিশন কেবল একটি সম্প্রচারমাধ্যম নয়; এটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের অংশ। ৬১ বছরের পথচলায় বিটিভি জাতির গুরুত্বপূর্ণ সব মুহূর্তের সাক্ষী ও সহযাত্রী।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়।
স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে নতুনভাবে কার্যক্রম শুরু করে বিটিভি। ১৯৭৫ সালে ডিআইটি ভবন থেকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়।

১৯৮০ সালে রঙিন সম্প্রচার শুরু করে নতুন যুগে প্রবেশ করে বিটিভি। বর্তমানে এইচডি ফরমেটে টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শকদের কাছে অনুষ্ঠান পৌঁছে দিচ্ছে রাষ্ট্রীয় এই গণমাধ্যম।