১৯ দল নেতাদের নিয়ে বৈঠক করছেন খালেদা জিয়া

SHARE

kha4বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাত সোয়া নয়টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন- জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর উত্তম, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের সভাপতি সৈয়দ মজিবুর রহমান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির মহাসচিব এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত আছেন।

সরকার বিরোধী আন্দোলনে জোটের পরবর্তী কর্মসূচি ঠিক করতে এবং জোটের নতুন সদস্য দল হিসেবে সাম্যবাদী দলের অন্তর্ভূক্তির বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।