রাজধানীতে ভাইবোনের মরদেহ উদ্ধার

SHARE

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো আফরিদা চৌধুরী (১০) ও তার এক বছর বয়সী ভাই ইলহাম চৌধুরী।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, খাবার বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকালে আফরিদাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার ভাই ইলহামও অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই খাবার খেয়ে বাবা-মাও অসুস্থ হলেও তারা বর্তমানে সুস্থ আছেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।