সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যেকোনো প্রতিযোগিতা শিল্পীদের জন্য ভ্রমণের মতো। শিল্পের ক্ষেত্রে স্বীকৃতি গুরুত্বপূর্ণ। শিল্পীরা শিল্পকর্ম করে নিজের বেদনা বা ক্ষত গোছানোর জন্য।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পীর জন্য তার নিজের স্বাক্ষর তৈরি করা গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘শিল্পী ভ্যান গগ তার জীবদ্দশায় কেমন জীবনযাপন করেছেন, আমাদের সবার জানা। ভ্যান গগের ছবি প্রথম অবস্থায় কোথাও বিক্রি হয়নি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্পী তার নিজের স্বাক্ষর তৈরি করা। আপনি ভ্যান গগের ছবি দেখলে বুঝতে পারবেন যে এটা ভ্যান গগের ছবি।
পৃথিবীর সব শ্রেণির শিল্পী যেমন পেইন্টার, রাইটার, ফিল্মমেকার, মিউজিশিয়ান প্রত্যেকেরই আরাধ্য থাকে নিজের স্বাক্ষর আঁকা।’
সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, ‘শিল্পকলা একাডেমিকে গণমানুষের কাছে ও তরুণদের কাছে নিয়ে যেতে চাই। যারা শিল্পী তারা প্রতিনিয়ত নতুন নতুন ফর্মের ভেতর দিয়ে, রংয়ের মাধ্যমে ভাবনা প্রতিফলিত করেন। বাংলাদেশের ছবি আন্তর্জাতিক মানের।
এই ছবিকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শিত করা এবং শিল্পীদের তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া শিল্পকলা একাডেমির কাজ। আমরা শিল্পকলা একাডেমিকে নতুনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও অধ্যাপক মোস্তাফিজুল হক।
২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে চলবে। এ বছর নবীন (২১ থেকে ৩৫ বছর) ৬৮১জন শিল্পীর এক হাজার ৩৯৩টি শিল্পকর্ম জমা পড়েছে।
জমাকৃত শিল্পকর্ম থেকে বাছাই কমিটি ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করেন। চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্মই অন্তর্ভুক্ত করা হয়েছে প্রদর্শনীতে।
উদ্বোধনী অনুষ্ঠানে এবারের প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পকর্মগুলোর মধ্যে ১০টি শিল্পকর্মের জন্য শিল্পীদের পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের মূল্যমান সর্বোচ্চ ২ লাখ থেকে সর্বনিম্ন ৭৫ হাজার টাকা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’ চারুকলাবিষয়ক একটি নিয়মিত জাতীয় আয়োজন। দেশের শিল্পকলা বিকাশে ১৯৭৫ সাল থেকে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। বরেণ্য বহু শিল্পী এ প্রদর্শনীর মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা প্রকাশ করেছেন এবং পরিচিতি লাভ করেছেন। প্রথম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও বরেণ্য চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান।




