খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

SHARE

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ পাওয়া তথ্য মতে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো তাকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন।’

এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) রাতে চিকিৎসকদের একটি সূত্র জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দলীয় একটি সূত্র জানায়, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান খালেদা জিয়ার নিয়মিত খোঁজখবর রাখছেন। ঢাকায় তার পাশে আছেন প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

মেডিকেল বোর্ডের পরামর্শে গত রোববার (২৩ নভেম্বর) রাতে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

এদিকে মঙ্গলবার (২৫ নভেম্বর) দলীয় চেয়ারপারসনকে নিয়ে ফেসবুকে আবেগঘন বার্তা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার ছবি সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি। যাতে লেখা, ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

মির্জা ফখরুলের এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। প্রচুর মানুষ শেয়ার করেন পোস্টটি। এছাড়া কমেন্ট বক্সে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা।