মোহিত সুরির ‘আশিকি ২’ দিয়েই বাজিমাত করেছিলেন শ্রদ্ধা কাপুর। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। সৌন্দর্য দিয়ে যেমন মোহিত করেছেন দর্শককে তেমন অভিনয় দিয়ে সমালোচকের মন জয়ও করেছেন। তার পরও বছরে একটির বেশি ছবিতে দেখা যায় না এই অভিনেত্রীকে।
গত বছর ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর জানা গিয়েছিল নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের বায়োপিকে দেখা যাবে তাঁকে। এরপর প্রায় এক বছরের অপেক্ষা। এবার জানা গেল, সত্যিই তিনি ছবিটিতে অভিনয় করছেন। এর মধ্যে শুরু করেছেন শুটিংও।
‘ইথা’ নামের ছবিটি নির্মাণ করছেন ‘ছাভা’খ্যাত লক্ষ্মণ উটেকর। ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘ইথা’র ক্ল্যাপবোর্ডের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নির্মাতারা এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, খবরে বলা হয়েছে যে বিখ্যাত সংগীত জুটি অজয়-অতুল এই বায়োপিকের সংগীত করবেন। মহারাষ্ট্রের সবচেয়ে শ্রদ্ধেয় ‘তামাশা’ শিল্পী বিঠাবাঈ , যিনি ঐতিহ্যবাহী লোকনাট্যের এই ধারা সংরক্ষণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
            
	


