ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর স্বপ্ন আনচেলত্তির

SHARE

সর্বোচ্চ ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে গত ২৪ বছর ধরে সেলেসাওদের শোকেসে নতুন করে কোনো বিশ্বকাপের ট্রফি জায়গা পায়নি। দীর্ঘ সময় ধরে ট্রফি খরা কাটাতে না পারায় প্রথমবারের মতো বিদেশি কোচের ওপর আস্থা রাখছে ব্রাজিল।

যার ওপর আস্থা রাখছে ব্রাজিল সেই কার্লো আনচেলত্তি ক্লাব পর্যায়ে প্রায় সব শিরোপাই জিতেছেন।
নতুন চ্যালেঞ্জ হিসেবে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন। ৬৬ বছর বয়সী কোচের স্বপ্ন ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাবেন তিনি। সম্প্রতি ‘ড্রিবলিং অন রাই ডিউকে’ দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ইতালিয়ান কোচ।

অপেক্ষাটা ২৮ বছর করতে রাজি নন আনচেলত্তি।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ট্রফি জেতাতে চাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘স্বপ্ন হলো ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতবে। প্রত্যাশার সঙ্গে অনেক উৎসাহও রয়েছে। মূল বিষয় হচ্ছে ২৪ বছর ধরে ট্রফি না জেতা, যা বোঝা। আশা করছি, এটা ২৮ বছর হবে না।
আমরা জিততে চাই, লুকানোর কিছু নেই।’

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিজের দেশ ইতালিকে চান আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেছেন, ‘আমি চাই ফাইনাল হোক ব্রাজিল-ইতালি। আমার জন্য এটা দারুণ এবং আবেগের হবে।’

ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পেছনে কারণ হিসেবে আনচেলত্তি বলেছেন, ‘ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ আমি প্রত্যাখান করতে পারিনি।
আমি এখানকার চাওয়া সম্পর্কে জানি। তবে বাস্তবায়ন করাটা একটু কঠিন। যখন ব্রাজিল খেলে দেশটি থেমে যায়।’