রাজশাহীর সহজ জয়, অপেক্ষায় মুশফিক

SHARE

মিরপুরে আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল খুলনা বিভাগের। তাদের ঘুরে দাঁড়াতে দেয়নি রাজশাহী বিভাগ। উল্টো তিন দিনেই মোহাম্মদ মিঠুনের দল পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে। রাজশাহীর কাছে ৭ উইকেটে হেরেছে।

প্রথমের ১২১ রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করেছিল খুলনা। এতে ১০৯ রানের লক্ষ্য পায় রাজশাহী। ওপেনার হাবিবুর রহমান সোহানের ফিফটিতে সেই লক্ষ্য সহজে পেরিয়ে যায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে আজ ১ উইকেটে দলীয় ৬৮ রানে ব্যাটিংয়ে নেমেছিলেন দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটার অমিত মজুমদার ও এনামুল হক বিজয়।
দুজনের কেউই ইনিংস দীর্ঘ করতে পারেননি। ওপেনার অমিতের ৩২ রানের বিপরীতে ‍উইকেটরক্ষক বিজয় ফেরেন ৩৪ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৫৫ রানে অলআউট খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন মেহেদী হাসান মিরাজ।
রাজশাহীর হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও আলি মোহাম্মদ ওয়ালিদ।

অপেক্ষা নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় দিন শেষ করেছেন মুশফিকুর রহিম। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৯তম সেঞ্চুরির অপেক্ষা। তিন অংক স্পর্শ করতে তার প্রয়োজন ৭ রান।

মুশফিকের ৯৩ রানের ইনিংসের সৌজন্যে ঢাকা বিভাগের বিপক্ষে দিন শেষ করেছে ৭ উইকেটে ২৬০ রানে।
প্রতিপক্ষের চেয়ে এখনো ৫০ রানে পিছিয়ে তারা। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩১০ রান করে ঢাকা।

শেষ দিন দূরত্ব ঘোচাতে মুশফিককে সঙ্গ দিবেন ইবাদত হোসেন। ৫ রানে অপরাজিত আছেন এই পেসার। ঢাকার হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন রিপন মণ্ডল, নাজমুল ইসলাম অপু ও এনামুল হক।

অন্যদিকে কক্সবাজারে বৃষ্টির বাধায় একাডেমি মাঠে নামতেই পারেনি ময়মনসিংহ-রংপুর বিভাগ। তবে আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিন ১৫ ওভার খেলতে পেরেছে চট্টগ্রাম-বরিশাল। বৃষ্টির পরে আবার আলোকস্বল্পতাও যোগ হয়েছে। তাতে তৃতীয় দিন বরিশাল শেষ করেছে ২ উইকেটে ১৬৬ রানে। ওপেনার জাহিদুজ্জামানের ৩২ রানের বিপরীতে ৭৫ রানে ক্রিজে আছেন সালমান হোসেন ইমন।