বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের জেরে তার শাস্তি দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে হলপাড়া হয়ে বুয়েট ক্যম্পাসের গেটের সামনে যায়।
মিছিলে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ও ‘ওয়ান টু থ্রি ফোর, ধর্ষক নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।
ঢাবি শিক্ষার্থী রিয়াদ জুবাহ বলেন, অভিযুক্ত শান্তকে উদ্ধার ও সর্বোচ্চ শাস্তি না হলে বড় আন্দোলন হবে।
পুরো বাংলাদেশ আন্দোলন নামতে বাধ্য হবে।
এ ঘটনায় বুয়েট কর্তৃপক্ষ রাত একটার দিকে ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।