কেন্দুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ ফার্মেসিকে জরিমানা

SHARE

নেত্রকোনার কেন্দুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসদরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। এ সময় কেন্দুয়া থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও অনিয়মের অভিযোগে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো থানা সংলগ্ন বদরুর ফার্মেসি (১০ হাজার টাকা), সাজিউড়া মোড় এলাকার দত্ত মেডিক্যাল হল (৫ হাজার টাকা) এবং আনোয়ার মেডিক্যাল হল (৭ হাজার টাকা)।

এ ছাড়াও অভিযানে বাজারে মূল্যতালিকা প্রদর্শন, হোটেল ও মিষ্টির দোকানের পরিচ্ছন্নতা এবং মিষ্টির প্যাকেটের ওজন নিরীক্ষা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আরিফুল ইসলাম বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সচেতনতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়। ভোক্তাদের অধিকার রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে।’