সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী মাসে ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটনে পৌঁছবেন এবং তার পরদিন ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।
ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই এই সফরের খবরটি প্রকাশ হলো।
সৌদি আরব, যা ইসলামের পবিত্র ভূমি ও বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ, এই যুদ্ধবিরতিকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছিল।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে, নিরাপত্তা ও জ্বালানি নিশ্চয়তার বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছিল।
তবে যুদ্ধ শুরু হওয়ার পর রিয়াদ সেই প্রক্রিয়াটি থামিয়ে দেয় এবং জোর দিয়ে বলে যে ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।