আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

SHARE

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. জাহিদ সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর মিরপুর-১১ মেট্রো রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. জাহিদ সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।