ফিফা উইন্ডোর বিরতি শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ। মাঠে ফেরার আনন্দ হলেও জয়ে শুরুটা করতে পারেনি দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান ও আবাহনী।
মোহামেডান ড্রয়ে মাঠ ছাড়লেও হার দেখতে হয়েছে আবাহনীকে। গাজীপুরে পুলিশ এফসির বিপক্ষে এগিয়ে গিয়েও শেষে ১-১ গোলে সন্তুষ্ট থাকতে হয়েছে সাদাকালোদের।
ম্যাচের ১৯ মিনিটে গোলটি এনে দিয়েছিলেন রহিম উদ্দিন। বিরতি শেষ হতেই গোল শোধ করে পুলিশ। দলকে এক পয়েন্ট এনে দেওয়ার নায়ক শেখ বাবলু ম্যাচের ৪৯ মিনিটে গোলটি করেন।
অন্যদিকে কুমিল্লায় ব্রাদার্সের কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আকাশি নীলরা। ৪ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে দেন অঞ্জন বিস্তা। নেপালি ফরোয়ার্ডের গোলে পরে বিরতিতে যায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে গোল শোধ দিতে নেমে উল্টো প্রতিপক্ষকে ‘উপহার’ দেয় আবাহনী।
আবাহনীর এক ডিফেন্ডার নিজেদের বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাদার্স। ৫৮ মিনিটে সফল স্পটকিকে দলের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস গানেস সিলভা। ২-০ গোলের হার যখন প্রায় নিশ্চিত ঠিক তখনি ব্যবধান কমায় আবাহনী। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলটি করেন মোহামেডান থেকে আবাহনীতে যোগ দেওয়া মালিয়ান স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।
এতে দুই ম্যাচ শেষে জয়ের মুখ এখনো দেখেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান-আবাহনী।
কেননা লিগের প্রথম ম্যাচে ফর্টিসের কাছে হারা মোহামেডানের বিপরীতে রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছিল আবাহনী। দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেনসকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। গোল দুটি করেন আদু ও রাজন হাওলাদার।