শাহজালাল বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইট ডাইভারশন

SHARE

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পাঁচটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। দুপুর ৩টার পর থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়, বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুনটি বিমানবন্দরের ৮ নম্বর গেটের কাছের কার্গো ভিলেজে লাগে। ঘটনার পর, দুপুর ২টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভাতে কাজ শুরু করে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়লে পরে আরও ১৯টি ইউনিট যুক্ত হয়ে মোট ২৮টি ইউনিট আগুন নিভানোর কাজে নিয়োজিত হয়।

এ ছাড়া, ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনীও সহায়তায় যোগ দিয়েছে।

ফ্লাইট ডাইভারশন বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুনের কারণে বিমানবন্দরের কার্যক্রমে অসুবিধা হওয়ার আশঙ্কা থাকায় যাত্রী নিরাপত্তার জন্য কিছু ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়েছে।

এদিকে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে এ ঘটনায় তদন্তের কাজ চলছে।