ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে

SHARE

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে হ্যাঙ্গারে থাকা একাধিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৮টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথরিটি ও বিমানবাহিনীর দুটি বিশেষায়িত ইউনিটও অভিযান পরিচালনা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই পুরো কার্গো ভিলেজ এলাকায় ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন যাতে বিস্তৃত না হতে পারে, সেজন্য আশপাশের এলাকাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো আগুনের উৎস নির্ধারণ করা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার কারণে বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টা ৩০ মিনিটে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দপ্তরের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।