চেলসির জন্য বড় ধাক্কা! দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোল পালমারকে আরো অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। কুঁচকির চোটের কারণে ইতিমধ্যেই দীর্ঘদিন অনুপস্থিত ২৩ বছর বয়সী এই ইংলিশ তারকা। শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন চেলসি কোচ এনজো মারেস্কা।
মারেস্কা বলেন, ‘আমি ভেবেছিলাম পালমারকে নটিংহাম ফরেস্ট ম্যাচে পাওয়া যাবে, কিন্তু আমি ভুল ছিলাম।
দুর্ভাগ্যবশত, তাকে আরো ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। আমরা চেষ্টা করছি তাকে যতটা সম্ভব সুরক্ষিত রাখতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন পুরোপুরি ফিট অবস্থায় ফিরে আসে। চিকিৎসকরা জাদুকর নন, তাই সময়টা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, ধাপে ধাপে পর্যবেক্ষণ করতে হবে।
’
গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে মাত্র ২০ মিনিট খেলার পরই মাঠ ছাড়তে হয় পালমারকে। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। তবে চোটের জন্য অস্ত্রোপচার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন কোচ।
মারেস্কা আরো যোগ করেন, ‘সে এখন বেশ ভালো আছে, সব ধরনের থেরাপি নিচ্ছে।
দেখতে বেশ শান্ত ও আত্মবিশ্বাসী লাগছে।’
তবে চেলসি শিবিরে আরো কিছু ইনজুরির দুশ্চিন্তা রয়েছে। মইসেস কাইসেদো, এনজো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে অনিশ্চিত।
অন্যদিকে রক্ষণভাগে কিছুটা স্বস্তির খবরও আছে। তোসিন আদারাবিওয়ো ও ওয়েসলি ফোফানা ফিরেছেন দলে, সঙ্গে তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসও অনুশীলনে ফিরেছেন।
মারেস্কা বলেন, ‘মইসেস, এনজো ও পেদ্রো গতকাল অনুশীলনে অংশ নেয়নি। আজ যদি তারা ট্রেনিংয়ে নামতে পারে, তাহলে দেখব কী করা যায়। না হলে তারা আগামীকালের ম্যাচে থাকবে না। তবে রিস জেমস এখন পুরোপুরি ফিট।’
চেলসি আগামীকাল শনিবার নটিংহাম ফরেস্টের মাঠে খেলবে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ।