যুক্তরাষ্ট্রের ‘হুমকি’তে সীমান্তে হাজারো সেনা মোতায়েন ভেনিজুয়েলার

SHARE

যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার ও ধারাবাহিক নৌ হামলার জবাবে ভেনিজুয়েলা বৃহস্পতিবার কলম্বিয়া সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র নৌ অভিযানে অন্তত ২৭ জনকে হত্যা করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সামরিক তৎপরতার পেছনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের পরিকল্পনা থাকতে পারে বলে কারাকাসে আশঙ্কা বাড়ছে।

সেনাপ্রধান জেনারেল মিশেল ভালাদারেস জানান, কলম্বিয়া সীমান্তবর্তী তাচিরা প্রদেশে প্রায় ১৭ হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং সেখানে বৃহৎ সামরিক মহড়া চলছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানান, তিনি ভেনিজুয়েলার বিরুদ্ধে গোপন সিআইএ অভিযান অনুমোদন করেছেন এবং ‘প্রয়োজনে স্থল অভিযানে যাওয়ার কথাও বিবেচনা করছেন।’

ট্রাম্প বলেন, ‘আমরা সমুদ্রে নিয়ন্ত্রণ নিয়েছি, এখন স্থলভাগের দিকেও নজর দিচ্ছি।

এর একদিন পরই মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় ও দক্ষিণ আমেরিকা অভিযানের প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন, যা সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক নেতৃত্বে একের পর এক পরিবর্তনের অংশ বলে ধারণা করা হচ্ছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সিআইএ-নির্দেশিত এই অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হবে।
আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব।’