ক্যান্সার জয় করে মাঠে ফেরার প্রস্তুতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

SHARE

প্রায় সাত মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পর নিজের জীবনের কঠিনতম অধ্যায়ের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার নিক ম্যাডিনসন। সম্প্রতি এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি টেস্টিকুলার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে এখন সম্পূর্ণ সুস্থ এবং শিগগিরই মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

৩৩ বছর বয়সী ম্যাডিনসন ২০১২ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তবে শেষবার অস্ট্রেলিয়া দলের হয়ে টেস্ট খেলেছিলেন নয় বছর আগে।
গত মার্চে নিউ সাউথ ওয়েলস দলের হয়ে খেলার পরই তার জীবনে নেমে আসে বিশাল ঝড়। পরীক্ষায় ধরা পড়ে টেস্টিকুলার ক্যান্সার।

টিউমার অপসারণের পর জানা যায়, ক্যান্সার ইতোমধ্যেই তার পেটের লসিকাগ্রন্থি ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। এরপরই শুরু হয় কেমোথেরাপি, যা চলেছিল মে মাসের মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত।
ম্যাডিনসন নিজেই বলেছেন, ‘ওটা ছিল জীবনের সবচেয়ে দীর্ঘ নয় সপ্তাহ। চুল পড়ে গিয়েছিল, শরীর একদম ভেঙে পড়েছিল, ঘুমও আসত না। দিন-রাত শুধু ক্লান্ত লাগত।’

এই কঠিন সময়েও পাশে ছিলেন তার স্ত্রী বিয়ানকা।
এ সময়ই তাদের দ্বিতীয় সন্তান ওয়াইল্ডার জন্ম নেয়। ম্যাডিনসনের লড়াইয়ে যা নতুন প্রেরণা দেয়।

জুলাইয়ে কেমো শেষ হওয়ার পর ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন তিনি। সেপ্টেম্বরে আসে বড় সুখবর। চিকিৎসকরা জানিয়েছেন, ম্যাডিনসন এখন ক্যান্সারমুক্ত।

নিজের অভিজ্ঞতা থেকে তরুণদের উদ্দেশে ম্যাডিনসনের পরামর্শ, ‘শরীরের কোনো সমস্যা বা সন্দেহ থাকলে দেরি না করে পরীক্ষা করান। সময়মতো আমার ক্যান্সার ধরা না পড়লে হয়তো পরিস্থিতি আরো খারাপ হতে পারত।’