বার্সেলোনা এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা করছে। ক্লাবের শীর্ষ কর্মকর্তারা ইউরোপজুড়ে খুঁজছেন এমন এক স্ট্রাইকারকে, যিনি আগামী মৌসুমে রবার্ট লেভানডফস্কির উত্তরসূরি হতে পারেন।
৩৭ বছর বয়সী পোলিশ তারকার সঙ্গে বার্সার চুক্তি শেষ হচ্ছে চলতি মৌসুমের শেষে। আর চুক্তি নবায়নের বিষয়ে এখনও নিশ্চিত নয় কোন পক্ষই।
তাই, নতুন এক নির্ভরযোগ্য গোলস্কোরারের খোঁজ শুরু করেছে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর খবর অনুযায়ী, তাদের তালিকায় আছে ২২ বছর বয়সী ক্যামেরুনের তরুণ ফরোয়ার্ড কার্ল এট্টা এয়ং। লা লিগার শুরুতেই ভিয়ারিয়াল ও লেভান্তের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। তার রিলিজ ক্লজ ৩০ মিলিয়ন ইউরো।
তবে, ইতালীয় সংবাদমাধ্যমগুলো বার্সেলোনার নজরে থাকা আরেক ফরোয়ার্ডের নাম নতুন করে সামনে এনেছে।
সে নামটি হলো দুসান ভ্লাহোভিচ। ২৬ বছর বয়সী এই সার্বিয়ান স্ট্রাইকারের সঙ্গে জুভেন্টাসের চুক্তিও শেষ হবে এই মৌসুম শেষে। গত গ্রীষ্মেই বার্সেলোনার সঙ্গে তার নাম জড়িয়েছিল।
ইতালির সংবাদমাধ্যম ‘তুত্তোস্পোর্ট’ জানিয়েছে, বার্সার ক্রীড়া পরিচালক ডেকো ইতোমধ্যেই ভ্লাহোভিচের এজেন্ট দারকো রিস্তিচের সঙ্গে যোগাযোগ করেছেন।
জুভেন্টাস ও ভ্লাহোভিচের মধ্যে নতুন চুক্তির আলোচনা এখন স্থবির। প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাহোভিচ ইতালি ছাড়তে আগ্রহী এবং নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন।
তবে ভ্লাহোভিচ জানিয়ে দিয়েছেন, জানুয়ারিতে তিনি ক্লাব ছাড়তে চান না, বরং গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে আরও ভালো চুক্তির সুযোগ নিতে চান। চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে তিনি ৮ ম্যাচে করেছেন ৪ গোল ও ১ অ্যাসিস্ট।
এদিকে, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও নাকি ভ্লাহোভিচের প্রতি আগ্রহী। তবে তারা ইতোমধ্যেই হ্যারি কেইনের চুক্তি নবায়নের পথে, যা ভ্লাহোভিচের জন্য দরজা কিছুটা বন্ধ করে দিতে পারে।