চেলসি প্রধান কোচ এনজো মাসেস্কাকে এক ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞা এবং ৮,০০০ পাউন্ড (প্রায় ১০,৬৮৯ ডলার) জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। লিভারপুলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে অসদাচরণের অভিযোগ স্বীকারের পর বুধবার এই শাস্তি ঘোষণা করা হয়।
স্ট্যামফোর্ড ব্রিজে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে চেলসির জয়সূচক গোলের পর মারেস্কা উচ্ছ্বাসে টাচলাইনের পাশ দিয়ে দৌড়ে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বুনো উদযাপন করেন। রেফারি অ্যান্থনি টেইলর তার এই আচরণকে সীমা অতিক্রম বলে মনে করে দ্বিতীয় হলুদ কার্ড দেখান এবং তাকে মাঠ থেকে বহিষ্কার করেন।
এফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযোগ করা হয় যে চেলসি ম্যানেজার অনুপযুক্ত আচরণ করেছেন এবং/অথবা অপমানজনক ভাষা ব্যবহার করেছেন, যার ফলে তাকে ৯৬তম মিনিটে বহিষ্কার করা হয়। এনজো মারেস্কা অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।’
এর ফলে মারেস্কা চেলসির পরবর্তী প্রিমিয়ার লিগ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন না। বর্তমানে চেলসি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে ১১ পয়েন্ট নিয়ে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে।