ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ আহত ৮

SHARE

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে শিশুসহ অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহর এবং জেরুজালেমে এ ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট আইয়ের।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযানে ইসরায়েলি গুলিতে কমপক্ষে আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।
ইসরায়েলি বাহিনী একটি বাড়ি ঘেরাও করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর শহর থেকে সরে গেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে কালানদিয়া ও আর-রাম শহরে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী দুইজনকে গুলি করেছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, তবে তাদের অবস্থা এখনো জানা যায়নি।