ইন্দোনেশিয়ায় তেলবাহী জাহাজে আগুন, নিহত ১০

SHARE

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী জাহাজে আগুন লেগে ১০ জন নিহত ও ২১ জন আহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

পুলিশপ্রধান জায়নাল আরিফিন জানান, বাটাম দ্বীপের একটি জাহাজ মেরামত কারখানায় স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নোঙর করা এমটি ফেডারেল টু নামের জাহাজে এই আগুন লাগে। দ্বীপটি সিঙ্গাপুরের কাছাকাছি অবস্থিত।

তিনি আরো জানান, জাহাজের একটি স্টোরেজ এলাকায় থেকে স্ফুলিঙ্গ ছিটকে আগুনের সূত্রপাত হয়।
আগুন প্রায় এক ঘণ্টা পর নেভানো সম্ভব হয়।

নিহত ও আহতদের চারটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরিফিন বলেন, দুর্ঘটনার সময় জাহাজটিতে কোনো তেল বহন করা হচ্ছিল না, মেরামতের আগে সেটি খালি করে রাখা হয়েছিল।

এটি ছিল একই জাহাজে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় প্রাণঘাতী অগ্নিকাণ্ড।
গত জুনে একই জাহাজে আগুনে চারজন মারা যান। তদন্তে তখন দেখা যায়, স্টোরেজ এলাকার অবশিষ্ট গ্যাসে স্ফুলিঙ্গ ছিটকে আগুন ধরে যায়।

সেই ঘটনার জন্য জাহাজ কারখানার দুজন স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছিল।