সাউথ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি গোল করতে না পারলেও দুই অ্যাসিস্টে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
লিভারপুলের অ্যলেক্সিস ম্যাক আলিস্টার (১৪ ও ৩৬) এবং ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ (৭৯’ ও ৮৪) দুজনেই দুটি করে গোল করেছেন। রিভার প্লেটের গনজালো মন্টিয়েল (২৩) এবং পুয়ের্তো রিকোর স্টিভেন এগেভারিয়ারার আত্মঘাতী গোলে বিশাল জয় পায় আলবিসেলেস্তেরা।
একপেশে এই ম্যাচে ১৫ তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির শট ক্রসবারে লাগলে ফিরতি বলে নিকো গঞ্জালেসের শট ম্যাক-অ্যালিস্টারের পায়ে লেগে গোল হয়। এর ৮ মিনিট পর মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন মন্টিয়েল। ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ম্যাক অ্যালিস্টার।
বিরতির পর আরো ৩ গোল পেয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে একটি আত্মঘাতী। ৭৯ ও ৮৪ মিনিটে গোল দুটি লাওতারোর। শেষ গোলটি মেসি দৌড়ের ওপর লাওতারোকে ব্যাক পাস দেন।
বল জালে ইন্টার তারকা।
জোড়া অ্যাসিস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল অ্যাসিস্টে নেইমারকে ছাড়িয়ে যান মেসি। তার অ্যাসিস্ট এখন ৬০টি। আর নেইমারের ৫৯।