শিক্ষকদের দাবির পক্ষে হাসনাতের ফেসবুক পোস্ট

SHARE

শহীদ মিনারে ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত বলেন, ‘দেশ গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন।’

এদিকে আজ দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ফোন করে এখনই লং মার্চ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

শিক্ষক নেতা অজিজী বলেন, ‘এনসিপির নেতা, আমাদের পাশে সবসময় যিনি থেকেছেন, সেই হাসনাত আবদুল্লাহ আমাকে মোবাইলে কল করেছিলেন। তিনি জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটা মিটিং চলছে। সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যেতে আহ্বান জানিয়েছেন তিনি। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ দুপুর ১২টায় ‘লং মার্চ সচিবালয়’ কর্মসূচি ছিল শিক্ষকদের। তারা সময় পরিবর্তন করে সেটি বিকেল ৪টায় করার ঘোষণা দিয়েছেন।